BRAKING NEWS

কাছাড়ে মস্তিষ্ক বিকৃত যুবক খুন, গ্রেফতার এক

শিলচর (অসম), ৪ ডিসেম্বর (হি.স.) : কাছাড় জেলার ধলাই থানার অন্তর্গত রুকনি বাগানে মস্তিষ্ক বিকৃত যুবক খুন । ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায় । ঘটনায় গ্রেফতার এক ।

স্ক্রু ড্রাইভার দিয়ে মাথায় আঘাত করে যুবক খুন করা হয়েছে বলে জানা গেছে । মৃত যুবকের নাম নির্মল নাথ । বয়স ৩৮ বছর । বাড়ি এলাকার নন্দ গ্রামে । খুনের অভিযোগে গ্রেফতার হওয়া যুবকের নাম বিশ্বজিৎ কালিন্দি । সে একই বাগানের বাসিন্দা ।

জানা গেছে যে, রবিবার দিনে এই ঘটনা ঘটেছে । ধলাই পালিশ থানার সেকেন্ড অফিসার ভি এল চড়াই এই ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করেছেন অভিযুক্তকে । সঙ্গে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে । ঘটনায় শোকের ছায়া এলাকায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *