BRAKING NEWS

পানিসাগরে তিলথৈ প্রাথমিক হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ উত্তর ত্রিপুরা জেলা সফরকালে আজ দুপুরে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা পানিসাগর মহকুমার অন্তর্গত তিলথৈ প্রাথমিক হাসপাতাল পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী হাসপাতালের জেনারেল বহির্বিভাগ, আয়ুর্বেদিক বহির্বিভাগ, দন্ত বহির্বিভাগ, মাতৃমঙ্গল বিভাগ সহ বিভিন্ন পরিষেবাগুলি পরিদর্শন করেন৷ তিনি হাসপাতালে রোগীদের সঙ্গে মতবিনিময় করেন এবং হাসপাতালের রোগীরা সমস্ত স্বাস্থ্য পরিষেবাগুলি পাচ্ছেন কিনা সে বিষয়ে খোঁজ খরব নেন৷ মুখ্যমন্ত্রী হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং রোগীদের স্বাস্থ্য পরিষেবাগুলি যথাযথভাবে প্রদান করার জন্য নির্দেশ দেন৷
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা জানান, তিলথৈ প্রাথমিক হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা যথাযথ স্বাস্থ্য পরিষেবা প্রদান করছেন৷ তিনি জানান, রাজ্য সরকার হাসপাতালগুলিতে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীর সংখ্যা বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণ করবে৷ তিলথৈ হাসপাতালে পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মলিনা দেবনাথ, টিআইডিসি’র চেয়ারম্যান টিংকু রায়, উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. অরুনাভ চক্রবর্তী, জেলা পুলিশ সুুপার ড. কিরণ কুমার কে, পানিসাগর মহকুমার মহকুমা শাসক সুুভাষ আচার্য প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *