মহারাষ্ট্র-৩১৩
ত্রিপুরা- ৮৮ & ১১২
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর।। তিন দিনের ম্যাচ শেষ পৌনে দুই দিনেই। কার্যত বিনা লড়াইয়ে আত্মসমর্পন করলো ত্রিপুরা। মহারাষ্ট্রের বিরুদ্ধে। অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। সুরাটের খোলভাট জিমখানা স্টেডিয়ামে ত্রিপুরা পরাজিত হলো ইনিংস এবং ১১৩ রানে। মরশুমের শুরুতেই ওই লজ্জাজনক পরাজয়ে রাজ্যদলের ক্রিকেটারদের মনোবল অনেকটাই ভেঙ্গে গেছে। এবারের দলে বেশীরভাগই নতুন মুখ। জাতীয় আসরে খেলার অভিজ্ঞতা নেই। তাই এমন পরাজয় মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। তবে ওই পরাজয় থেকে শিক্ষা নিয়ে অসমের বিরুদ্ধে ঘুরে ক্রিকেটাররা দাড়াবেই বিশ্বাস করেন দলের কোচ রাশুদেব দত্ত। ৬ ডিসেম্বর থেকে অসমের মুখোমুখি হবে ত্রিপুরা। ম্যাচে বিজয়ী দলের কার্তিক শেওয়ালে ১০ উইকেট পেয়েছে। মূলত কার্তিকের ভেলকিতে কুপোকাৎ ত্রিপুরা। মহারাষ্ট্রের গড়া ৩১৩ রানের জবাবে খেলতে নেমে শুরু থেকেই সংকটে পড়ে ত্রিপুরা। মাত্র ৩৪.৫ ওভার ব্যাট করার ফঁাকে সবকটি উইকেট হারিয়ে ত্রিপুরা গুটিয়ে যায় ৮৮ রানে। ওপেনার দিপ্তাংশু দত্ত ছাড়া রাজ্য দলের কোনও ব্যাটসম্যানই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। দিপ্তাংশু ৫০ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৮ রান করে। মহারাষ্ট্রের পক্ষে কার্তিক শেওয়ালে (৬/১৪) এবং শৌশিক জগতপ (৩/৯) সফল বোলার। ২২৫ রানে পিছিয়ে থেকে ফলোয়নে খেলতে নেমে ত্রিপুরা কিছুটা লড়াই করার চেষ্টা করলেও দলীয় বেশীরভাগ ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১১২ রানে গুটিয়ে যায় ত্রিপুরা। দলের পক্ষে শুভজিৎ দাস ৮৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৫, দলনায়ক দীপঙ্কর ভাটনাগর ৫০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৪, রিয়াদ হুসেন ৭৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং অভিক পাল ২৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। অতিরিক্ত খাতে দল পায় ২১ রান। মহারাষ্ট্রের পক্ষে কার্তিক শেওয়ালে (৪/২৭), শাতায়ু কুলকর্ণি (৪/২৯) এবং শৌশিক জগতপ (২/২৭) সফল বোলার।

