ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর।। রাজ্য ভিত্তিক জুনিয়র টেনিস প্রতিযোগিতা ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে। রাজ্য টেনিস সংস্থার উদ্যোগে। প্রতিযোগিতা হবে মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে। অনুর্দ্ধ ১৮ বালক ও বালিকাদের মধ্যে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। যে সকল খেলোয়াড়রা আসরে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা যেন ৯ ডিসেম্বরের মধ্যে মালঞ্চ নিবাস টেনিস কোর্টে চিন্ময় দেববর্মার কাছে নাম জমা দেয়। রাজ্য সংস্থার সচিব সুজিত রায় এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।
2022-11-30

