নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৯ নভেম্বর৷৷ গ্রাম সমৃদ্ধ হলেই দেশ উন্নত হবে৷ আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে বর্তমান সরকার গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অগ্রাধিকার দিয়েছে৷ পাশাপাশি গ্রামীণ এলাকায় গড়ে তোলা হচ্ছে উন্নত পরিকাঠামো৷ গতকাল লালসিংমুড়া গ্রামপঞ্চয়েতে গ্রামদিবস অনুষ্ঠানের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন৷ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতির বিকাশে সরকার মহিলাদের স্বনির্ভর করে তোলার উপর অধিক গুরুত্ব দিয়েছে৷ এই লক্ষ্যে গ্রামীণ মহিলাদের স্বসহায়ক দলের মাধ্যমে স্বনির্ভর করে তোলা হচ্ছে৷ তিনি বলেন, প্রতি ঘরে সুুশাসন অভিযানে বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুুযোগ গ্রামীণ এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে৷
লালসিংমুড়া গ্রামপঞ্চায়েতে গ্রামদিবস অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে বাইসাইকেল, গর্ভবতী মহিলাদের পুষ্টি প্রকল্পের কিট ও স্বনির্ভর দলগুলির হাতে বিভিন্ন সহায়তা তুলে দেন৷ এ উপলক্ষে গ্রামপঞ্চায়েতে কৃষি, স্বাস্থ্য সহ বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টল খোলা হয়৷
2022-11-29

