কলকাতা, ২৮ নভেম্বর (হি. স.) :নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতের প্রশ্নের মুখে পড়ল সিবিআই। সোমবার বিচারক সিবিআইকে প্রশ্ন করলেন, ১৫০ দিন হয়ে গিয়েছে, এখনও কেন তদন্ত শেষ হয়নি? ‘পরিকল্পিত ষড়যন্ত্রের কথা বলে জামিন না দেওয়ার আবেদন করছেন’ এমন আইন কি কোথাও আছে? সিবিআই-এর আইনজীবী আদালতে দাবি করেন, ৩৫০ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাতে কেউ প্রভাব খাটাতে না পারেন, সেটাই চাইছি। কেন আপনারা আবার পার্থ চট্টোপাধ্যায়দের হেফাজত চাইছেন? প্রশ্ন করে আদালত। সিবিআই-এর আইনজীবী বলেন, যাঁদের প্রশ্ন করা হচ্ছে, যাঁরা আসছেন, তাঁদের উপর প্রভাব খাটানো হচ্ছে। আলিপুর আদালতে শুনানি শেষ, রায়দান স্থগিত।
2022-11-28