ইন্দোর, ২৮ নভেম্বর (হি.স.): আমার প্রতি বিজেপির ব্যক্তিগত আক্রমণই বুঝিয়ে দিচ্ছে যে আমি সঠিক পথে এগোচ্ছি। মন্তব্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর।
সোমবার মধ্যপ্রদেশের ইন্দোরে এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন, বিজেপি আমার ভাবমূর্তি নষ্ট করতে হাজার হাজার কোটি টাকা খরচ করেছে। তাঁরা আমার একটি নির্দিষ্ট ইমেজ তৈরি করেছে। মানুষ মনে করে এটা ক্ষতিকর, কিন্তু এটা আমার জন্য উপকারী কারণ সত্য আমার সঙ্গে আছে। আমার উপর ব্যক্তিগত আক্রমণ আমাকে বুঝিয়ে দিচ্ছে যে আমি সঠিক পথে এগোচ্ছি।
রাহুল গান্ধী এদিন আরও বলেছেন, দেশ হিন্দুস্তানের ভাবনায় চলে, সরকারের ভাবনায় নয়। রাহুল গান্ধীর নেতৃত্বে এখন এগিয়ে চলেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। রাহুলকে এদিনের সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়, ভারত জোড়ো যাত্রায় সবথেকে সুখের মুহূর্ত কী, এই প্রশ্নের উত্তরে একটি গল্পের কথা শোনান রাহুল।

