নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ প্রচুর সংখ্যক আইরন এন্ড ফলিক এসিড সিরাপ ঔষুধ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল হাসপাতাল চত্বরে থাকতে থাকতে৷ হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে গুরুত্বপূর্ণ ওষুধগুলির মেয়াদ উত্তীর্ণ হল৷ ঘটনা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল চত্বরে প্রত্যক্ষ করা গেল৷ এ ব্যাপারে তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক চন্দন দেববর্মার কাছে জানতে চাইলে তিনি জানিয়ে দেন এব্যাপারে কিছুই জানেন না৷ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের একটি সূত্রে জানা গেছে আইরন এন্ড ফলিক এসিড সিরাপ গুলির দায়িত্ব স্টোর কিপার দীপক লাহিড়ীর৷ কিন্তু স্টোর কিপার দীপক লাহিড়ীকে গোটা হাসপাতাল চত্বরে খোঁজ করেও পাওয়া যায়নি৷ অপরদিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ গুলির ব্যাপারে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ইনচার্জ চিকিৎসক অজিত দেববর্মার কাছে জানতে চাইলে তিনিও এ ব্যাপারে মুখ খুলতে নারাজ৷ পরবর্তীতে চিকিৎসক অজিত দেববর্মা অনেকটা দায়সারাভাবে জানিয়ে দেন ব্যাপারটি মহকুমা স্বাস্থ্য আধিকারিক জানে৷ মূলত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলি, গ্রাম পঞ্চায়েতে শিশুদের মধ্যে বিলিবন্টন করার কথা৷ বিশেষ করে যারা এনিমিয়া অর্থাৎ যেসব শিশু রক্তাল্পতায় ভুগছে তাদের মধ্যে আইরন এন্ড ফলিক এসিড সিরাপ গুলি বিলিবন্টন করার কথা৷ কিন্তু তা না করে উপরন্তু তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালেই ওই ওষুধগুলি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল পড়ে থাকতে থাকতেই৷ এদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার৷ তিনি জানান এ বিষয়ে তিনি অবগত হয়েছেন৷ তবে তিনি বিষয়টি তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক এবং খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিককেউ জানিয়েছেন৷ চেয়ারম্যান রূপক সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন গত কিছুদিন আগে তেলিয়ামুড়া হাসপাতালের রোগী কল্যাণ সমিতির কর্মকর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল হাসপাতালের কনফারেন্স হলে৷ ওই বৈঠকে হাসপাতালের আয়রন এন্ড ফলিক এসিড সিরাপ গুলির মেয়াদ উত্তীর্ণ এর বিষয় নিয়ে কোন তথ্যই দেননি মহকুমা স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক চন্দন দেববর্মা৷
2022-11-28