জাতীয় সিনিয়র হ্যান্ডবলে টানা ২ ম্যাচে হার ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর।। পরাজয় অব্যহত ত্রিপুরার। অন্ধ্র প্রদেশের নয়ডালে অনুষ্ঠিত ৫১ তম সিনিয়র মহিলাদের হ্যান্ডবল প্রতিযোগিতায়। শনিবার থেকে শুরু হয়েছিলো আসর। প্রথম দুই ম্যাচে হারলেও যথেষ্ট লড়াই করেছেন ত্রিপুরার সিনিয়র মহিলারা। এদিন সকালে প্রথম ম্যাচে স্বাগতিক অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ১৪-‌৮ গোলে পরাজিত হওয়ার পর বিকেলে দ্বিতীয় ম্যাচে চন্ডিগড়ের বিরুদ্ধে ১০-‌৯ গোলে পরাজিত হয় ত্রিপুরা। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন প্রতি মাগর। খেলা শেষে রাজ্য সংস্থার সচিব লিটন রায় অন্ধ্রপ্রদেশ থেকে জানান, ঠিক মতো অনুশীলন করে আসতে না পারায় জয় পাচ্ছে না মেয়েরা। তবে যথেষ্ট লড়াই করছে। যার প্রশংসা করেছেন উদ্যোক্তারাও। জানা গেছে, গ্রুপে আরও দুটি ম্যাচ রয়েছে ত্রিপুরার। প্রথম দুটি ম্যাচে পরাজিত হয়ে অনেকটাই পিছিয়ে রাজ্যদল।