নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৭ নভেম্বর৷৷ ঘর ঘর বিজেপি কর্মসূচির অঙ্গ হিসাবে রবিবার বিশাল মিছিল করে কল্যাণপুরে শক্তির মহড়া দিলো বিজেপি৷ এই মিছিল থেকে বিজেপি জানান দিলো কল্যাণপুরে তারা কতটুকু এগিয়ে৷ আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই যে এ সমস্ত আয়োজন তা আর বলার অপেক্ষা রাখে না৷ রবিবার প্রথমে সোনার তরী মুক্ত মঞ্চের সামনে সমস্ত কার্যকর্তা ও সমর্থকরা মিলে প্রধানমন্ত্রীর মন কি বাত শোনেন৷ এর পরেই মিছিল শুরু হয়৷ সুবিশাল এই মিছিল প্রথমে সোনার তরী মুক্তমঞ্চের সামনে থেকে কল্যাণপুর ব্লক অফিস পর্যন্ত যায়৷ এর পর ওই খান থেকে আবার কল্যাণপুর সব্জি বাজারের ভিতর দিয়ে গিয়ে ফের সোনার তরী মুক্তমঞ্চের সামনে শেষ হয়৷ এই পদযাত্রায় নেতৃত্ব দেন কল্যাণপুরের বিধায়ক তথা বিজেপি খোয়াই জেলা কমিটির সভাপতি পিনাকী দাস চৌধুরী৷ এছাড়াও ছিলেন কল্যাণপুর বিজেপি মন্ডল সভাপতি জীবন দেবনাথ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ, ভাইস চেয়ারম্যান রাজীব পাল, ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ইন্দ্রানী দেববর্মা, আগরতলা থেকে আগত প্রভারী রতন কান্ত রায় প্রমুখ৷ মিছিলের শেষে বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন ঘর ঘর বিজেপি অনেকটা রিপোর্ট কার্ড এর মতো৷ এই কর্মসূচিতে বিজেপি কার্য কর্তারা প্রতি ঘরে গিয়ে খবর নিচ্ছেন জনগন কি কি সরকারী সুযোগ সুবিধা পেয়েছেন এবং তারা আরও কি কি সুযোগ সুবিধা সরকারের কাছে আশা করছেন৷ এদিনের মিছিলে লোক সমাগম উল্লেখযোগ্য করে বিজেপি জানান দিলো আগামী দিনে কোন খাতে জল বইতে পারে৷
2022-11-27