টেবিল টেনিস খেলোয়ারদের পোলষ্টারে সংবর্ধনা রবিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর।। সাফল্য অর্জনকারী টেবিল টেনিস খেলোয়াড়দের সংবর্ধনা জানাবে পোলস্টার ক্লাব। আগামীকাল, রবিবার সন্ধ্যা সাতটায় পোলস্টার ক্লাবের কনফারেন্স হলে টেবিল টেনিস খেলোয়ার যাঁরা ২০২২ সালে রাজ্য ও বহিরাজ্যে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে এবং পুরস্কার পেয়েছে, তাঁদেরকে সংবর্ধনা জানানো হবে। অনুষ্ঠানে ক্রীড়া প্রেমী সকলকে উপস্থিত থাকার জন্য পোলস্টার ক্লাবের সাধারণ সম্পাদক পীযুষ কান্তি দে এক প্রেস বিবৃতিতে আমন্ত্রণ জানিয়েছেন।