নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.) : মুম্বই সন্ত্রাসী হামলার বার্ষিকীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার বলেন, দেশ কৃতজ্ঞতার সঙ্গে ২৬/১১ সন্ত্রাসী হামলার শহিদদের প্রতি শ্রদ্ধা। ২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তান থেকে ১০ জন লস্কর-ই-তৈয়বা সন্ত্রাসীরা সমুদ্রপথে এসে গুলি চালায়। মুম্বইতে ৬০ ঘন্টার অবরোধের সময় ১৮ নিরাপত্তা কর্মী সহ ১৬৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ২৬/১১সন্ত্রাসী হামলার শহিদদের শ্রদ্ধা জানিয়ে বলেন, “মুম্বই সন্ত্রাসী হামলার বার্ষিকীতে দেশ কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। দেশ সেই নিরাপত্তা কর্মীদের প্রতি শ্রদ্ধা জানায়, যারা বীরত্বের সাথে লড়াই করেছে।” রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র ২৬/১১সন্ত্রাসী হামলার শহিদদের শ্রদ্ধা জানিয়ে টুইট করেন।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট বার্তায় বলেন, “এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলের স্মৃতিকে স্যালুট”। “এই আক্রমণের সাথে লড়াই করার সময় তাদের জীবন উৎসর্গকারী নিরাপত্তা কর্মীদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। “