আহমেদাবাদ, ২৬ নভেম্বর (হি.স.): গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও গুজরাট বিজেপির সভাপতি সি আর পাটিল গুজরাট বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন। এদিন নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পর একগুচ্ছ প্রতিশ্রুতির কথা জানিয়েছেন নাড্ডা।
তিনি বলেছেন, আমরা গুজরাট ইউনিফর্ম সিভিল কোড কমিটির সুপারিশের সম্পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব। আমরা সরকারি সম্পত্তির ক্ষতি সংক্রান্ত একটি আইনও তৈরি করব। আইনটি হবে সরকারি সম্পত্তির ক্ষতি করে এবং ব্যক্তিগত সম্পত্তিতে হামলা চালায় এমন অসামাজিক উপাদানের কাছ থেকে আদায়ের বিষয়ে। নাড্ডা আরও বলেছেন, আমরা সম্ভাব্য ঝুঁকি খুঁজে বের করার জন্য ও নির্মূল করার লক্ষ্যে একটি র্যাডিক্যালাইজেশন সেল তৈরি করব। নাড্ডার কথায়, গুজরাটের অগ্রগতির জন্য, আমরা গুজরাটের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন অর্থনীতির সমান করে তুলব এবং রাজ্যকে সরাসরি বিদেশী বিনিয়োগের গন্তব্য হিসেবে গড়ে তুলব।