করবুক ব্লকের চন্দ্রসিং পাড়ায় মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ রাজ্যকে মৎস্য উৎপাদনে স্বনির্ভর করে তোলা হচ্ছে৷ এই লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে৷ মৎস্যচাষিদের উন্নত প্রথায় মৎস্যচাষে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি  মৎস্য জ্ঞানার্জন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে৷ গতকাল করবুক ব্লকের চন্দ্রসিং পাড়ায় মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন করে মৎস্যমন্ত্রী প্রেম কুমার রিয়াং একথা বলেন৷ মৎস্যমন্ত্রী বলেন, মৎস্যচাষিদের উন্নত প্রথায় মৎস্যচাষে দক্ষ করে তুলতে রাজ্যের বিভিন্ন ব্লকে মৎস্য জ্ঞানার্জন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে৷ চন্দ্রসিং পাড়ায় মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করবুক ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অসীম ত্রিপুরা, মৎস্য দপ্তরের প্রধান সচিব বি এস মিশ্র, মৎস্য দপ্তরের উপধিকর্তা এস সরকার, সমাজসেবী অতীন্দ্র রিয়াং প্রমুখ৷ উল্লেখ্য, মৎস্যমন্ত্রী প্রেম কুমার রিয়াং এদিন শিলাছড়ি ব্লকের বড়বিল ভিলেজেও একটি মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন করেন৷ শিলাছড়ি ব্লকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলাছড়ি ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান থৈঙ্গা মগ, সমাজসেবী মধুসূধন চাকমা প্রমুখ৷ এই দুটি মৎস্য জ্ঞানার্জন কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ৫২ লক্ষ ৬৪ হাজার টাকা করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *