নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ সরকারি প্রকল্প ও পরিষেবার সুুযোগ রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে৷ এই কাজ সরকার স্বচ্ছতার সাথে নিরপেক্ষতা বজায় রেখে করছে৷ দলমত নির্বিশেষে সকল অংশের মানুষের কল্যাণে সরকার কাজ করছে৷ আজ কুমারঘাটের মানসী মিলনায়তনে ঊনকোটি জেলাভিত্তিক লাভার্থী সম্মেলনের উদ্বোধন করে শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস একথা বলেন৷ লাভার্থী সম্মেলনে জেলার উপকৃত সুুবিধাভোগীগণ অংশ নেন৷ সম্মেলনের উদ্বোধন করে শ্রমমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় সরকার কৃষকের কল্যাণ ও ক’ষির উন্নয়নে বিভিন্ন প্রকল্প নিয়েছে৷ রাজ্যে এসমস্ত প্রকল্পের সুুবিধা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে৷ রাজ্য সরকারও কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত ও রপ্তানীর সুুযোগ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে৷ কৃষকদের কাছ থেকে ন্যনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করছে৷ তিনি বলেন, গ্রামীন মহিলাদের স্বনির্ভর করে তুলতেও সরকার অগ্রাধিকার দিয়েছে৷ স্বসহায়ক দলের মাধ্যমে মহিলা সদস্যাদের বিভিন্ন অর্থনৈতিক প্রক্রিয়ায় যুক্ত করে তাদের স্বনির্ভর করে তোলা হচ্ছে৷
অনুষ্ঠানে ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দ দাস বলেন, সরকারের বিভিন্ন প্রকল্প থেকে সুুবিধা পেয়ে যারা উপকৃত হয়েছেন তাদেরকে নিয়েই এই লাভার্থী সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ এধরণের সম্মেলন রাজ্যে এই প্রথম হচ্ছে৷ তিনি বলেন, রাজ্য সরকারের সমস্ত প্রকল্প ও পরিষেবা গরীব মানুষের জন্য৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন রেবা দাস৷ সভাপতিত্ব করেন ঊনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল কুমার দাস৷ স্বাগত বক্তব্য রাখেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক দীপকলাল সাহা৷ উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার৷ কুমারঘাট মহকুমার মহকুমা শাসক সুুবত কুমার দাস, সমাজসেবী কার্তিক দাস প্রমুখ৷ জেলা প্রশাসন, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তর আয়োজিত জেলাভিত্তিক লাভার্থী সম্মেলনে বিভিন্ন দপ্তর থেকে ২০টি স্টল খুলে মানুষকে পরিষেবা প্রদান করা হয়৷ অতিথিগণ স্টলগুলি পরিদর্শন করেন৷ সম্মেলনে লাভার্থীদের সাথে শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস মতবিনিময় করেন৷
2022-11-26