মহিলা মহাবিদ্যালয়ের এনএসএসের উদ্যোগে সংবিধান দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷  শনিবার মহিলা মহাবিদ্যালয় এন এস এস ইউনিটের উদ্যোগে সংবিধান দিবস উপলক্ষ্যে শিতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হয় গরীব দুঃস্থদের মধ্যে৷ ডাঃ বি আর আম্বেদকরের নেতৃত্বে খসড়া কমিটি গঠিত হয়েছিল৷ তারাই পরবর্তী সময় সংবিধান রচনা করেন৷ ১৯৪৯ সালের ২৬ নভেম্বর এই সংবিধান সংসদে গৃহীত হয়৷ এরপর থেকে ২৬ নভেম্বর দিনটি সংবিধান দিবস হিসাবে পালন করা হচ্ছে৷ শনিবার মহিলা মহাবিদ্যালয় এন এস এস ইউনিটের উদ্যোগে সংবিধান দিবস উপলক্ষ্যে সংবিধান পাঠ করা হয়৷ একই সঙ্গে শিতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হয় গরীব দুঃস্থদের মধ্যে৷ লক্ষ্মী নারায়ণ বাড়িতে গিয়ে গরীব দুঃস্থদের হাতে এই সামগ্রী ও খবারা তুলে দেয় মহিলা মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিট৷