জাতীয় সংবিধান দিবস পালন বিএসএফের

কলকাতা, ২৬ নভেম্বর (হি. স.) : শনিবার জাতীয় সংবিধান দিবস পালন করল বিএসএফ। শনিবার এই উপলক্ষে দক্ষিণবঙ্গ সীমান্ত সদর দফতর প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই উপলক্ষ্যে, ডিআইজি (প্রিন্সিপাল স্টাফ অফিসার) দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার অজিত কুমার তেতে বাহিনীর সিনিয়র অফিসার এবং জওয়ানদের উপস্থিতিতে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন। তিনি এক কণ্ঠে বাহিনীর সকল সদস্যকে সংবিধানের শপথও পাঠ করান।

প্রসঙ্গ, এই দিনটি জাতীয় সংবিধান দিবস এবং জাতীয় আইন দিবস হিসাবেও পালিত হয়। প্রকৃতপক্ষে, ২৬ নভেম্বর ১৯৪৯ তারিখে, সংবিধান গৃহীত হয়েছিল এবং জাতির জন্য উৎসর্গ করা হয়েছিল। এর পরে এটি ২৬ জানুয়ারি ১৯৫০ সালে বাস্তবায়িত হয়। তাই প্রতি বছর ২৬ নভেম্বর সংবিধান দিবস এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয়।