এনএমসি-র গাইড লাইন মেনে মেডিক্যাল কলেজের দাবিতে রবিবার করিমগঞ্জে ধর্ণা

করিমগঞ্জ (অসম), ২৬ নভেম্বর (হি.স.) : এনএমসি-র গাইড লাইন মেনে করিমগঞ্জ মেডিক্যাল কলেজ প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে ফের করিমগঞ্জে ধর্ণায় বসছেন গণ অধিকার মঞ্চ । এনএমসি-র গাইড লাইন মেনে মেডিক্যাল কলেজের জায়গা নির্বাচন করে ভবন নির্মাণের কাজ শুরু করা এবং মেডিক্যাল কলেজের স্থায়ী ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত করিমগঞ্জ সিভিল হাসপাতালে অস্থায়ীভাবে মেডিক্যাল কলেজের কাজ শুরু করার দাবিতে আগামীকাল ২৭ নভেম্বর ধর্ণা কার্যসূচী পালন করা হবে ।

গণ অধিকার মঞ্চের মুখ্য আহ্বায়ক পি কে রায় জানান, সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত করিমগঞ্জ শহরের স্টেশন রোড গান্ধী মূর্তির সামনে ধর্ণা কার্যসূচির আয়োজন করা হয়েছে । মেডিক্যাল কলেজের দাবি আদায় করার প্রেক্ষিতে শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, আইনজীবী, বুদ্ধিজীবী, শিক্ষক, কর্মচারী, ব্যবসায়ী সহ সর্বস্তরের জনগণকে তাতে সামিল হওয়ার জন্য মঞ্চের তরফে তিনি অনুরোধ জানিয়েছেন ।