BRAKING NEWS

সরকারি প্রকল্প ও পরিষেবার সুুযোগ থেকে প্রকৃত সুুবিধাভোগীগণ যাতে বঞ্চিত না হন তা সুুনিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী

আগরতলা, ২৫ নভেম্বর৷৷ তথ্য ও সংসৃকতি মন্ত্রী সুুশান্ত চৌধুরীর সভাপতিত্বে আজ জিরানীয়া মহকুমা প্রশাসন কার্যালয়ের কনফারেন্স হলে মহকুমার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বিভিন্ন দপ্তর আধিকারিকদের আগামী এক মাসের মধ্যে মহকুমার সমস্ত অসমাপ্ত উন্নয়ন কাজগুলি সম্পন্ন করার নির্দেশ দেন৷ বিশেষ করে জনকল্যাণ ও পরিষেবামূলক কাজ যেমন, রাস্তা, বীজ সংস্কার বা নতুন রাস্তা ও বীজ নির্মাণ কর্মসূচি, বিদ্যৎ ও পানীয় জলের সংযোগের কাজগুলি দ্রত শেষ করার নির্দেশ দেন৷ প্রয়োজনে ব্যস্ততম রাস্তাগুলির সংস্কারের কাজ তিনি রাতে করার পরামর্শ দেন৷ সভায় মহকুমার স্বাস্থ্য পরিষেবা নিয়েও বিস্তারিত খোঁজ খবর নেন৷ তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, সরকার জনকল্যাণে বহুমুখী কর্মসূচি নিয়ে কাজ করছে৷ সরকারি প্রকল্প ও পরিষেবার সুুযোগ থেকে প্রকৃত সুুবিধাভোগীগণ যাতে বঞ্চিত না হন তা সুুনিশ্চিত করতে হবে৷
সভায় পূর্ত দপ্তরের প্রতিনিধি জানান, এখন পর্যন্ত জিরানীয়া মহকুমায় ৫৩.৪ কিমি রাস্তা সংস্কার ও নির্মাণ কাজ শেষ হয়েছে৷ আরও ২৫.১৯ কিমি রাস্তা সংস্কারের কাজ আগামী এক মাসের মধ্যে শেষ করা হবে৷ এই রাস্তাগুলির মধ্যে ৩০ কিমি রাস্তা বিক সলিং করা হয়েছে৷ সভায় জিরানীয়া কৃষি মহকুমার প্রতিনিধি জানান, এবছর মহকুমার ৭৪০ জন কৃষককের কাছ থেকে ১,৫০০ মেট্রিকটন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর মহকুমায় ন্যনতম সহায়কমূল্যে ধান ক্রয় করা হবে৷ তাছাড়াও জিরানীয়া কৃষি মহকুমায় ১,৫৪৪ জন কৃষক পিএমকিষাণ প্রকল্পে আর্থিক সহায়তা পাচ্ছেন৷ সভায় পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের জিরানীয়া বিভাগের প্রতিনিধি জানান, জিরানীয়ায় জল জীবন মিশনে এখন পর্যন্ত ১৯ হাজার ৫৯২টি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে৷ নতুন ৩টি গভীর নলকূপ খনন করা হয়েছে৷ ২টি নলকূপ খননের কাজ চলছে৷ সভায় সিডিপিও জানান, জিরানীয়া মহকুমায় বর্তমানে ১৪ হাজার ৭১২ জন বিভিন্ন সামাজিক ভাতা পাচ্ছেন৷ সভায় বিদ্যৎ, মৎস্য, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের প্রতিনিধিগনও সংশ্লিষ্ট দপ্তরের উন্নয়ন কর্মসূচি নিয়ে পর্যালোচনা করেন৷ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন রাণীরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুক্ল দাস, ভাইস চেয়ারপার্সন প্রবীর দাস, জিরানীয়া নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মন্টি দেবনাথ, জিরানীয়া মহকুমার এসডিএম শান্তিরঞ্জন চাকমা এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ ও বিভিন্ন ব্লকের বিডিওগণ৷
পর্যালোচনা সভার আগে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী শ্রী চৌধুরী মাধববাড়িস্থিত আইএসটিটি (ট্রাক টার্মিনাল) পরিদর্শণ করেন৷ সেখানে তিনি মাধববাড়ি আইএসটিটি সোসাইটির বিভিন্ন সুুবিধা অসুুবিধা ও পরিষেবা নিয়ে মতবিনিময় করেন৷ মাধববাড়ি ট্রাক টার্মিনাল পরিদর্শনের সময় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী শ্রী চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *