নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হার ভারতের

অকল্যান্ড, ২৫ নভেম্বর (হি.স.) : রানের পাহাড় গড়েও কাজ হল না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজের প্রথম ম্যাচে হেরে গেল ভারত। শুক্রবার অকল্যান্ডে ভারতের ৭ উইকেটে ৩০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৭.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৩০৯ রান তুলে ম্যাচ জিতে যায়। টম লাথাম ওয়ান ডে ক্রিকেটে কেরিয়ারের সেরা ইনিংস খেলেন। তিনি ১৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১০৪ বলে ১৪৫ রান করে অপরাজিত থাকেন।

বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলছে ভারত। শুক্রবারের টসে জিতে এদিন ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন কেন উইলিয়ামসন। ওপেনিং জুটিতেই ১২৪ রান তোলেন শিখর ধাওয়ান ও শুভমন গিল। দু’জনেই হাফসেঞ্চুরি করেন। তিন নম্বরে নেমে ৮০ রানের দুরন্ত ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলছিলেন নাইট অধিনায়ক। দলের রান বাড়াতে আক্রমণাত্মক শট খেলতে গিয়েই উইকেট খোয়ান তিনি। অন্যদিকে শ্রেয়সের সঙ্গে জুটি বেঁধে মারমুখী ব্যাটিং করেন ওয়াশিংটন সুন্দর। তবে এদিন একেবারেই ভাল খেলতে পারেননি সূর্যকুমার যাদব। মাত্র ৪ রান করেই ফিরে যান তিনি। ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩০৬ রান তোলে ভারত।

৩০৭ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে ধাক্কা খায় কিউয়ি শিবির। পাওয়ার প্লের মধ্যেই ওপেনার ফিন অ্যালেনের উইকেট হারায় নিউজিল্যান্ড। ১৬-তম ওভারে ডেভন কনওয়কে আউট করে ওয়ানডেতে নিজের প্রথম উইকেটটি তুলে নেন উমরান মালিক। এরপর ড্যারেল মিচেলের উইকেটও তুলে নেন তিনি। জাতীয় দলের হয়ে এদিনই ওয়ানডেতে অভিষেক হয় উমরান মালিকের। দ্রুত তিন উইকেট হারালেও ম্যাচের হাল ধরেন কেন উইলিয়ামসন। টম ল্যাথামের সঙ্গে জুটি বেঁধে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠে নিউজিল্যান্ড। দু’শো রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। তারপরেই মারমুখী ব্যাটিং শুরু করেন ল্যাথাম। তিনি ১৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১০৪ বলে ১৪৫ রান করে অপরাজিত থাকেন। এর আগে তাঁর সেরা ওয়ান ডে ইনিংস ছিল অপরাজিত ১৪০ রানের। ব্যক্তিগত শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে যেতে হয় কেন উইলিয়ামসনকে। তিনি ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৮ বলে ৯৪ রান করে নট-আউট থাকেন। অর্শদীপ ৮.১ ওভারে ৬৮ রান খরচ করেন। শার্দুল ৯ ওভারে ৬৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *