নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ জাতীয় সড়কে পেট্রোলিং-এর ফলে নেশা সামগ্রীর পাচার বানিজ্যের লাগাম টানা সম্ভব হবে৷ শুক্রবার চুরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত জাতীয় সড়কে পেট্রোলিং-এর সুচনা করে এই দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ চুরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত জাতীয় সড়কের নিরাপত্তা সুনিশ্চিত করতে এইবার হাইওয়ে পেট্রোলিং-এর উদ্যোগ গ্রহণ করল আরক্ষা প্রশাসন৷ শুক্রবার রাজধানীর উমাকান্ত একাডেমী প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে চুরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত জাতীয় সড়কে পেট্রোলিং-এর সুচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ এইদিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সবুজ পতাকা নেড়ে জাতীয় সড়কে পেট্রোলিং গাড়ির সুচনা করেন৷ চুরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত জাতীয় সড়কে পেট্রোলিং-এর সুচনা করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন দুই মাস পূর্বে আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে পেট্রোলিং-এর সুচনা করা হয়েছিল৷ জাতীয় সড়কে পেট্রোলিং-এর ফলে অনেক সুবিধা হবে৷ সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে মানুষের নিরাপত্তা৷ জাতীয় সড়কে পেট্রোলিং-এর ফলে যান দুর্ঘটনা কমানো সম্ভব বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷ এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন, বিভিন্ন জেলার পুলিশ সুপার সহ আরক্ষা দপ্তরের আধিকারিকরা৷
2022-11-25