বিলাসপুরে উল্টে গেল বাস, মানালি-চন্ডীগড় সড়কে আহত ১৬ জন পর্যটক

শিমলা, ২৫ নভেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের বিলাসপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পর্যটকবোঝাই একটি বাস। হিমাচল প্রদেশের বিলাসপুর শহরের উপকণ্ঠে মানালি-চন্ডীগড় সড়কে এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১৬ জন পর্যটক। শুক্রবার ভোররাত দু’টো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। মানালি থেকে চন্ডীগড়ের দিকে যাচ্ছিল বাসটি। আহত ১৬ জনের মধ্যে ৩ জন চন্ডীগড়ের পিজিআই হাসপাতালে চিকিৎসাধীন, ৩ জনের চিকিৎসা চলছে বিলাসপুরের হাসপাতালে ও বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

বিলাসপুরের ডেপুটি কমিশনার পঙ্কজ রাই বলেছেন, শুক্রবার ভোররাত দু’টো নাগাদ বিলাসপুর শহরের উপকণ্ঠে মানালি-চন্ডীগড় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পর্যটকবোঝাই একটি বাস। এই দুর্ঘটনায় ১৬ জন পর্যটক আহত হয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাস্তায় বাঁক নেওয়ার সময় বাসটি উল্টে যায়। চালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।