BRAKING NEWS

কল্যাণপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে পদযাত্রা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ নভেম্বর৷৷ ভারতের জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে সারা ভারতজুড়ে চলছে ভারত জুরো আন্দোলন এরই অঙ্গ হিসেবে চলছে পদযাত্রা  যার নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী৷ অনুরূপভাবে কল্যাণপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে ষষ্ঠ দিনের পদযাত্রাটি শুরু হয় বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ ভারত জুরো যাত্রা ও ত্রিপুরা বাঁচাও এই স্লোগান কে সামনে রেখে সাত নম্বর সেক্টর তেলিয়ামুড়া কৃষ্ণপুর, কল্যাণপুর এই সেক্টরগুলোর কর্মসূচির ষষ্ঠ দিন চলছে৷ এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ খোয়াই দিব্যোদয় চৌহমুনি থেকে কংগ্রেস দলের পক্ষ থেকে ও কার্তিক দেবনাথের নেতৃত্বে শুরু হয় এক পদ যাত্রা, এই পদে যাত্রাটি বাগান বাজার গিয়ে সমাপ্ত হয় এতে দীর্ঘ ১১ কিলোমিটার পদযাত্রা করন এবং এই দিনের মতো এখানে সমাপ্ত হয় পদযাত্রাটি৷ পদযাত্রার বিষয়ে জানতে চাইলে  পদযাত্রা মিছিলের নেতৃত্ব কারি কার্তিক দেবনাথ জানান যেভাবে দেশের মধ্যে ঘৃণা ও বিদ্বেষ তৈরি করা হচ্ছে তার বিরুদ্ধে এই ভারত জুরো আন্দোলন ও  পদযাত্রার ডাক দিয়েছে রাহুল গান্ধী৷ এরই  অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্যের সন্ত্রাস বন্ধে ও গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য রাজ্যের বরিষ্ঠ নেতৃত্ব বীরজিত সিনহা, সুদীপ রায় বর্মন, আশিস সাহাদের নেতৃত্বে  সারা রাজ্য  ব্যাপী ১২০০ কিলোমিটারে পদযাত্রা শুরু হয়েছে৷ কল্যাণপুর ব্লকের  অন্তর্গত সাত নম্বর সেক্টরে ১০০ কিলোমিটারের পথে যাত্রার টার্গেট দেওয়া  হয়েছিল এরমধ্যে ষষ্ঠ দিনে ৬৭ কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছে কল্যাণপুর ব্লক কংগ্রেস৷ একইভাবে বুধবার সকালে কল্যাণপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে বাগান বাজার থেকে পদযাত্রা শুরু হয়েছিল এই পদযাত্রাটি দুর্গাপুর  গার বস্তি, শান্তিনগর পেকনিছড়া, হয়ে রামচন্দ্র ঘাট শেষ হয়েছিল পঞ্চম দিনে  ভারত জুড়ো পদযাত্রাটি৷ দীর্ঘ ১৫ কিলোমিটার পথে যাত্রা করেন কংগ্রেস দলের কর্মী সমর্থকরা অখন্ড ভারতকে রক্ষা করার জন্য ও ত্রিপুরাকে বাঁচানোর লক্ষ্যে কার্তিক দেবনাথের নেতৃত্বে পঞ্চম দিনের পদযাত্রাটি সুসম্পন্ন হয়  এই পদযাত্রায়  কার্তিক দেবনাথ এর সাথে ছিলেন শব্দ কুমার জমাতিয়া, প্রদীপ দাস সহ আরো অনেকে৷ একইভাবে তাদের দেওয়া ১০০ কিলোমিটারের টার্গেট সুসম্পন্ন না হওয়া পর্যন্ত প্রতিদিন এই পদযাত্রায় বের করা হবে বলে জানান কার্তিক দেবনাথ৷ পাশাপাশি এরপর পদযাত্র আপামোর জনসাধারণকে আবেদন করেন সাহায্যের হাত বাড়িয়ে এই পথযাত্রায়  শামিল হবার জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *