নাগদা, ২৪ নভেম্বর (হি.স.) : ভারত জোড়ো যাত্রায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার সন্দেহভাজন অভিযুক্তকে বৃহস্পতিবার মধ্যপ্রদেশের উজ্জয়ীনী জেলার নাগদা থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ আধিকারিক শ্যাম সুন্দর শর্মা জানিয়েছেন, সন্দেহভাজন অভিযুক্তের নাম দয়া সিং বাবা ভগবান সিং অরোরা, যিনি উত্তর প্রদেশের রায়বেরেলির বাসিন্দা। এই ঘটনায় ইন্দোর থেকে ক্রাইম ব্রাঞ্চ নাগদাতে শনাক্ত করতে পৌঁছচ্ছে। এই পদক্ষেপের জন্য ক্রাইম ব্রাঞ্চ নাগদা পুলিশকে একটি ছবি পাঠিয়েছিল, যার ভিত্তিতে নাগদা পুলিশ দুপুর ২ টায় এই ব্যক্তিকে ধরেছিল। তাকে একটি হোটেল থেকে পুলিশ আটক করে।
উল্লেখ্য, ইন্দোরে যাত্রা চলাকালীন বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। তবে ক্রাইম ব্রাঞ্চ নাগদায় আসার পরই পুরো বিষয়টি জানা যাবে।