মুম্বইয়ে চলতি বছর হামে মৃত্যু ১২ জনের, মোট অসুস্থ ২৩৩

মুম্বই, ২৪ নভেম্বর (হি.স.): মুম্বইয়ে হামের প্রকোপ বেড়েই চলেছে। চলতি বছর মুম্বইয়ে হামে অসুস্থ হয়েছেন ২৩৩ জন। হামে মৃত্যু হয়েছে ১২ জনের, সকলেরই মৃত্যু হয়েছে মুম্বইয়ে। বৃহস্পতিবার বৃহন্মুম্বই পৌর নিগমের (বিএমসি) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।বিএমসি জানিয়েছে, চলতি বছর মুম্বইয়ে হামে অসুস্থ হয়েছেন ২৩৩ জন। হামে মৃত্যু হয়েছে ১২ জনের। মুম্বইয়ের ২২টি ওয়ার্ডে হামের প্রকোপ দেখা গিয়েছে। মুম্বইয়ের অসংখ্য বাড়িতে সার্ভে করা হয়েছে। এর আগে বুধবারই একজনের মৃত্যু হয়েছিল ও ২২ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু, ৩০ জন আবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।