নিজের স্বামীকে বিষ খাইয়ে প্রাণে মারার চেষ্টাকরিমগঞ্জ থানায় অভিযোগ

করিমগঞ্জ (অসম), ২৩ নভেম্বর (হি.স.) : জন্মজন্মান্তর একসাথে থাকার অঙ্গীকারে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর স্ত্রী যদি স্বামীর মুখে বিষ ঢেলে দেয়, একইভাবে মায়ের কুমন্ত্রণায় পুত্র যদি জন্মদাতা পিতাকে বিষ খাইয়ে প্রাণে মারার চেষ্টা করে, তখন শ্রদ্ধা, মমতা আর মানবতাবোধ কতটুকু খাদের মুখে এসে দাঁড়াতে পারে তা বলা-ই বাহুল্য।

হ্যাঁ, এ রকমই এক ন্যাক্কারজনক ঘটনার অভিযোগ উত্থাপিত হয়েছে উত্তর করিমগঞ্জের বালিয়া এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকার বালিয়াকান্দি গ্রামে আব্দুল কালাম নাকি শনিবাড়িতে তার শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন একদিন আগে। সেখানে ঘটে এই অমানবিক কাণ্ড। এদিকে বড় এক ছেলেকে নিয়ে আগে থেকেই শনিবাড়িতে বাপের বাড়িতে থাকতেন আব্দুল কালামের স্ত্রী।

কালামের ভাই ও এক পুত্রবধূর ভাষ্য, কালামের শ্বশুরবাড়ির লোকরা নাকি তাকে নিমন্ত্রণ করে নিয়ে তার স্ত্রী সায়না বেগম, স্ত্রীর ভাই আব্দুল শুক্কুর, পুত্র আবু সালেহ এবং তাদের নিকটাত্বীয়রা দলবদ্ধভাবে মাটিতে ফেলে বুকে চাপা দিয়ে স্ত্রী পুত্র সহ অন্যান্যরা জোর করে কালামের মুখে বিষ ঢেলে শারীরিকভাবে মারাত্মক নির্যাতন করেন। এতে ধস্তাধস্তি করে কালাম কোনও রকমে বের হওয়ার চেষ্টা করলেও শ্বশুরবাড়ির সামনে রাস্তায় পড়ে ছটফট শুরু করেন তিনি।

কালামের এই পরিস্থিতি দেখে স্থানীয় কয়েকজন এগিয়ে গিয়ে তড়িঘড়ি তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে অবস্থা বেগতিক থাকায় গুরুতর আহত কালামকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চললেও হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে তাকে বিষ খাওয়ানোর ঘটনার বিবরণ তুলে ধরেন কালাম।

এদিকে গোটা ঘটনার তদন্ত দাবি করে দোষীদের কঠোর শাস্তি চেয়ে আজ বুধবার করিমগঞ্জ সদর থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত কালামের অন্য এক পুত্রবধূ। তারা কালামের স্ত্রী সায়না বেগম, পুত্র আবু সালেহ, স্ত্রীর ভাই আব্দুল শুক্কুর, ছেলের শ্বশুর ময়না মিয়াঁ, সুলতান আহমেদ, সারিমুল হক সহ কয়েকজনকে অভিযুক্ত করে এই অভিযোগ দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *