মুম্বই, ২৩ নভেম্বর (হি.স.) : রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বুধবার দাবি করেছেন, মহারাষ্ট্রের একটি গ্রামও কর্ণাটক রাজ্যে যেতে দেওয়া হবে না। তিনি বলেন, সীমান্ত বিরোধ সুপ্রিম কোর্টে চলছে। কর্ণাটকে যে মারাঠি ভাষী গ্রামগুলো চলে গেছে আমরা কোনো না কোনোভাবে মহারাষ্ট্রে নিয়ে আসব। এর জন্য আইনজীবীদের একটি বাহিনী প্রস্তুত করা হবে এবং রাজ্য সরকারও এর জন্য সব ধরণের প্রস্তুতি নিচ্ছে।তবে উপমুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর সীমান্ত বিরোধ নিয়ে রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। বালাসাহেবের শিবসেনার মন্ত্রী শম্ভুরাজে দেশাই সাংবাদিকদের বলেছেন, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের বক্তব্য হাস্যকর। কয়েক দশক আগে পাস করা একটি রেজুলেশনের ভিত্তিতে তারা এমন কথা বলছে, যখন সাংলি জেলাকে সেই সময়ে কর্ণাটক সরকার মহারাষ্ট্রের জল থেকে জল সরবরাহ করেছিল।
শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেতা অরবিন্দ সামন্ত বলেন, বিষয়টি সুপ্রিম কোর্টে চলছে এবং রাজ্য সরকার কর্তৃক নিযুক্ত আইনজীবী লন্ডনে রয়েছেন। এ ব্যাপারে রাজ্য সরকারের গাফিলতির অভিযোগ তুলে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশে মহারাষ্ট্রের সাংলি জেলা কর্ণাটকের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে।