পাথারকান্দি (অসম), ২৩ নভেম্বর (হি.স.) : বরাবরের মতো এবারও করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার বিভিন্ন বনাঞ্চল ও চা বাগান সংলগ্ন কৃষিখেতে বুনোশূকর নিধন শুরু করেছে চোরাশিকারিরা। চোরাশিকারিদের লাগাম ধরতে বন দফতরের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার পশুপ্রেমীরা।
মূলত চা বাগান সংলগ্ন কৃষিখেতগুলিতে ধান পেকে আসতেই বুনো হাতি, শূকর ও বানরের উৎপাত বেড়ে যায়। এই সুযোগে একদল চোরাশিকারি বুনো শূকর নিধনে নেমে পড়েছে বলে খবর। পাশাপাশি বুনো বানর শিকারও সমানে তারা চালিয়ে যাচ্ছে, অভিযোগ করেছেন এলাকার পশুপ্রেমীরা। এছাড়া নির্বিচারে নিধন চলছে সজারু, বনমোরগ, ছাগল এবং হরিণও।
তবে সবচেয়ে বেশি নিধন করা হচ্ছে বুনো শূকর। অভিযোগকারীদের বক্তব্য, এলাকার চোরাশিকারিরা হাতে তৈরি বন্দুক বা পাইপ গান দিয়ে এ সব বন্যপ্রাণী শিকার করছে। পাকা ধান খাওয়ার জন্য বন্যপ্রাণীরা লাগোয়া পাহাড় থেকে সমতলে নেমে আসতেই রাতের অন্ধকারে ওৎ পেতে বসে থাকা চোরাশিকারির দল তাদের বধ করছে। আবার এ সব চোরাশিকারে গিয়ে বিগত দিনে বেশ কয়জন শিকারির বন্দুক থেকে লক্ষ্যগভ্রষ্ট হয়ে ছোঁড়া গুলিতে কয়জন শিকারির মৃত্যুত ও অনেকে গুরুতর আহত হয়েছেন বলে জানান তাঁরা।
পরিবেশপ্রমীদের বক্তব্য, বন্যপ্রাণী সংরক্ষণে সরকার একের পর এক আইন পাস করছে। কৃষকদের ক্ষতিপূরণের যথাসাধ্য টাকাও দিচ্ছে সরকার। তার মধ্যে চোরাশিকারিদের হাতে বন্যাপ্রাণী নিধনের ঘটনায় উদ্বেগ ব্যক্ত করেছেন তাঁরা। তাই বিষয়টি খতিয়ে দেখে এ সব চোরাশিকারিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে স্থানীয় পরিবেশপ্রেমী জনতা করিমগঞ্জের ডিএফও বি বসন্তনের হস্তক্ষেপ কামনা করেছেন।

