নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৩ নভেম্বর৷৷ কল্যাণপুরে সারা জাগানো কংগ্রেস দলের পদযাত্রা৷রাহুল গান্ধীর অনুপ্রেরণায় বুধবার কল্যাণপুরেও কংগ্রেসের উদ্যোগে ভারত জুড়ো পদযাত্রা অনুষ্ঠিত হয়৷ বুধবার সকালে এই পদযাত্রা শুরু হয়ে প্রায় পনেরো কিলোমিটার পথ অতিক্রম করে৷ ব্যান্ড কাড়া নাকাড়া সহ সুসজ্জিত মিছিল কল্যাণপুর কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে খোয়াই তেলিয়ামুড়া সড়ক ধরে বাগানবাজার, দুর্গাপুর, শান্তিনগর, পেকনিছড়া হয়ে চেবরী বাজার এর উপর দিয়ে গিয়ে রামচন্দ্রঘাটে শেষ হয়৷ খোয়াই জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা জানান মূলত গণতন্ত্র পুনরুদ্ধার, বেকার দের কর্মসংস্থান সুনিশ্চিত করা, জাত পাত ও ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি না করা ইত্যাদি দাবি নিয়েই এই পদযাত্রা৷ পদযাত্রা থেকে দ্রব্যমূল্য বৃদ্ধির লাগামহীনতা নিয়েও সুর চড়ায় কংগ্রেস৷ বুধবারের এই পদযাত্রায় সামিল হন খোয়াই জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা, কল্যাণপুরের প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য অশোক দেব, অশোক বৈদ্য, প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ রায়, সেবাদলের নিত্যগোপাল রূদ্রপাল,এবং যুব নেতা কার্তিক দেবনাথ৷ কংগ্রেস নেতাদের দাবি বর্তমানে গণতন্ত্র ভুন্ট্রিত৷ একে পুনুরুদ্ধার করতে কংগ্রেস বধ্য পরিকর৷ এর উপর দেশে একটি বিশেষ দল জাত পাত ধর্মের নাম করে দেশের মানুষকে বিভাজিত করতে চাইছে৷ কংগ্রেস এর সুমহান ধর্মনিরপেক্ষতার ইতিহাসে যা কোনভাবেই মার্জনীয় নয়৷ তাই এর বিরুদ্ধে কথা বলছে কংগ্রেস৷
2022-11-23