উদয়পুরে রাজ্য র‌্যাপিড দাবা প্রতিযোগিতা ২৬শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর।। রাজ্য উন্মুক্ত র‌্যাপিড দাবা প্রতিযোগিতা ২৬ নভেম্বর। মহকুমার দাবা সংস্থার উদ্যোগে। ফ্লাওয়ার্স ক্লাবে ওইদিন সকাল ৯ টায় শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। উন্মুক্ত বিভাগে প্রথম ৫ স্থানাধিকারী দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। এছাড়া অনূর্ধ্ব-‌৯, ১১, ১৩ এবং ১৫ বিভাগের প্রথম ৫ দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। থাকছে বয়োজ্যষ্ঠ, সেরা মহিলা এবং সর্বকনিষ্ঠ দাবাড়ুর পুরস্কার। সর্ব কনিষ্ঠ দাবাড়ুক পুরস্কারটি স্পনসর করবেন মেট্রিক্স চেস আকাদেমির উদয়পুর শাখার কোচ কিরীটী দত্ত। ৫ রাউন্ডের হবে খেলা। আসরে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ২৪ নভেম্বরের মধ্যে ২০০ টাকা এন্ট্রি ফি সহ নাম জমা দিতে উদ্যোক্তা সংস্থার সভাপতি জয়পদ সাহা অনুরোধ করেছেন। মূলত:‌ উদয়পুর মহকুমায় দাবা খেলার জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যেই ওই আসরের উদ্যোগ।