নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ আগামী ২৯ নভেম্বর রাজ্য সফরে আসবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর৷ তিনি রাজ্য সফরে এসে একাধিক সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে সূত্রে খবর৷ প্রশাসনিকভাবে এই খবরটি রাজ্যে এসে পৌছাতেই শুরু হয়েছে বিভিন্ন প্রস্তুতি৷ প্রশাসনিক সূত্রে জানা যায়, তিনি রাজ্য সফরে আসার পর এমবিবি বিমানবন্দরে রাজ্য সরকারের পক্ষ থেকে অভ্যর্থনা জানানোর আয়োজন করা হবে৷ তারপর এমবিবি কলেজে এবং হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের সরস মেলায় অংশ নেবেন তিনি৷
2022-11-22