অন্ধ্রপ্রদেশে জাতীয় সিনিয়র হ্যান্ডবলে অংশ নিতে রাজ্যদলের রওনা বুধবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর।। জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় ত্রিপুরা দল অংশ নেবে। আগামী ২৬ থেকে ৩০ নভেম্বর অন্ধ্রপ্রদেশের নয়ডালে ৫১ তম সিনিয়র হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিতে ১৪ সদস্য বিশিষ্ট ত্রিপুরা দল আগামীকাল অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে রেলপথে রওয়ানা হচ্ছে। হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার সাধারণ সম্পাদক লিটন মজুমদার এক বিবৃতিতে রাজ্য দলের নির্বাচিত খেলোয়াড়দের নাম ঘোষণা সহ এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। চার সদস্য বিশিষ্ট সিলেকশন কমিটি গত ৮ নভেম্বর উমাকান্ত একাডেমীর সম্মুখভাগের মাঠে সিলেকশন ট্রায়ালের মাধ্যমে রাজ্য দলের খেলোয়ারদের বাছাই করা হয়েছে। জাতীয় সিনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের জন্য রাজ্য দলের বাছাইকৃত খেলোয়াররা হলো: সাগরিকা আচার্য, লিপি বেগম, ওমা রানী দাস, প্রিয়া দেব, অনুরূপা সূত্রধর, রেশমি সাহা, অনুষ্কা মালাকার, সুস্মিতা দেবনাথ, মাধবী দেবনাথ, অস্মিতা দেবনাথ, অবন্তিকা দেবরায়, রিয়া শর্মা। কোচ অলক সিনহা ও দীপা দে। ম্যানেজার বিজয় মালাকার। উল্লেখ্য, রাজ্য দলের বাছাইকৃত একজন খেলোয়াড় অনিবার্য কারণে দলের সঙ্গে যাচ্ছেনা বলে সংবাদ সূত্রে জানানো হয়েছে।