নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ মানসিক নির্যাতনের শিকার হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে দশ বছর বয়সী এক নাবালক ছেলে৷ ঘটনা পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ রাঙ্গুটিয়া নরেন্দ্র সরকার পাড়ায়৷
জানা যায় গত কিছুদিন আগে পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ রাঙ্গুটিয়া নরেন্দ্র সরকার পাড়ার রত্না সরকারের আড়াই হাজার টাকা বাড়ি থেকে চুরি হয়েছিল৷ সন্দেহজনকভাবে তাদের পার্শবর্তী এক নাবালক ছেলেকে চুরির অপবাদ দিয়ে পরিবারকে কোন কিছু না জানিয়েই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে মানসিক চাপ সৃষ্টি করতে থাকে৷ বেশ কয়েকদিন নাবালকের পথ আটকে সম্পূর্ণ অবৈধভাবে জোরপূর্বক মুখ থেকে চুরির ঘটনার স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হয়৷ শিশুটিকে পথআটকে রত্না সরকার, নয়ন সরকার সহ আরো বেশ কয়েকজন মিলে হুমকি দেয় চুরির ঘটনা স্বীকার না করলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হবে৷ কবিরাজ এর সাহায্যে বাটি চালানের মাধ্যমে শিশুটির ক্ষতি করা হবে৷ ঘটনাটি প্রথম শিশুটির পরিবার জানতে পারেনি৷ পরে শিশুটির মুখ থেকে ঘটনা জানতে পেরে রত্না সরকারকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন৷ তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেন মহিলা৷ পরে স্থানীয় পঞ্চায়েতের সাহায্যে রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়৷ কিন্তু শিশুটির উপর বারবার এই মানসিক চাপের ফলে শিশুটি অসুস্থ হয়ে পড়ে৷ পরিবার নিশ্চিত হয় যে তাদের শিশু সন্তানের উপর বারবার এই মানসিক নির্যাতনের ফলে ভয়ে অসুস্থ হয়ে পড়েছে৷ এতে পরিবার হতাশাগ্রস্থ হয়ে পড়ে৷ যার ফলে শিশুটির পরিবারের পক্ষ থেকে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন কে জানানো হয়৷ মঙ্গলবার শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন হিমানী দেববর্মা, কমিশনের সদস্যা শর্মিলা চৌধুরী এবং মনীষা সাহা নির্যাতিত নাবালক শিশুটির বাড়িতে ছুটে যায়৷ সেখানে গিয়ে শিশুটির মুখ থেকে এবং শিশুর পরিবারের লোকজনদের মুখ থেকে সম্পূর্ণ ঘটনাটি জানেন৷ শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন হিমানী দেববর্মা জানিয়েছেন নাবালক শিশুটির সাথে যে ঘটনাটি ঘটেছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না৷ এটা সম্পূর্ণ বেআইনী৷
2022-11-22