গৌরনগরে ডাকাত দলের হানা, বাড়িতে ঢুকে অস্ত্রের এলাপাতাড়ি আঘাতে গুরুতর পাঁচ, টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷  সোমবার গভীর রাতে গৌরনগর আরডি ব্লকের অধীনে গুলধারপুর ৩ নং ওয়ার্ড এলাকার এক বাড়িতে হামলা চালায় দুষৃকতিরা৷ দুষৃকতিরা আচমকা বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে বাড়ির লোকজন এলোপাথাড়ি কোপাতে থাকে৷ এতে করে আহত হয় পাঁচজন৷ আহতদের মধ্যে তিন জনের আঘাত গুরুতর৷ অভিযোগ দুষৃকতিরা ঘর থেকে স্বর্ণালঙ্কার ছিনতাই করে নিয়ে গেছে৷ গুলধারপুর ৩ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সূর্যকান্ত সিনহা৷ সোমবার রাতে ওনার বাড়িতে হামলা চালায় দুষৃকতিরা৷ দুষৃকতীদের সকলের হাতে ধারালো অস্ত্র ছিল এবং সকলের মুখ কালো কাপড় দিয়ে বাধা ছিল বলে জানা যায়৷ তাই দুষৃকতিদের চিহ্ণতে পারেনি বাড়ির লোকজন৷ রাতের বেলায় বাড়ির লোকজনদের চিৎকার শুনতে পেয়ে এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে যায়৷ তখন দুষৃকতিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ পরবর্তী সময় স্থানীয়রা আহতদের চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়৷ আহতদের মধ্যে তিন জন বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ বাকি দুই জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়৷ ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়৷ কৈলাশহর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এইদিকে সূর্যকান্ত সিনহার পরিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷