শিলচর (অসম), ২২ নভেম্বর (হি.স.) : কাছাড়ের মিজোরাম সীমন্তবর্তী লায়লাপুরে ফের বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ধলাই থানার অন্তর্গত লাইলাপুরে নাকাচেক গেটের সামনে এনএল ০১ এডি ৬৪৭৯ নম্বরের একটি ট্রাকে তালাশি চালিয়ে বৃহৎ পরিমাণের বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে লায়লাপুর পুলিশ।
মিজোরাম থেকে শিলচরের দিকে আগত ট্রাকের ক্যাবিন বক্স থেকে পুলিশ উদ্ধার করেছে প্রায় ৪০০ কেজি বার্মিজ সুপারি। বার্মিজ সুপারি পাচারের অভিযোগে পুলিশ কাছাড়ের কালাইন এলাকার জনৈক জালাল উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৩০) এবং কালাইন এলাকার জনৈক পুতুল দাসের ছেলে ফটেন্দ্র দাসকে গ্রেফতার করেছে। এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ট্রাককেও। আজ মঙ্গলবার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবরে প্রকাশ।