হায়দরাবাদ, ২১ নভেম্বর (হি.স.) : সোমবার ভোরবেলা ওয়ানাপার্টি জেলার মুম্মালাপল্লি গ্রামের কাছে তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (টিএসআরটিসি) বাসকে পিছনে ট্রাক্টরে ধাক্কা দিলে দুই যাত্রী এবং বাস চালক মারা গিয়েছেন এবং ১৬ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, বাসটি হায়দরারাবাদ থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
আহতদের ওয়ানাপার্টির সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ গুলো উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ময়না তদন্তে পাঠায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশি তদন্ত শুরু হয়েছে।