কলকাতা, ২০ নভেম্বর (হি.স.) : সাইকেল নিয়ে জাতীয় সড়ক পার হওয়ার সময় লরির ধাক্কায় মৃত্যু হল এক সবজি ব্যবসায়ীর। রবিবার ভোরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা বাস স্ট্যান্ড সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকায়।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম হৃদয় মণ্ডল (৩০) । তাঁর বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার চকবাহাদুরপুর গ্রামে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । জানা গিয়েছে, অন্য দিনের মতো রবিবার সকালে সাইকেলে সবজি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে ফরক্কা এসেছিলেন ওই ব্যক্তি। সেইসময় নিউ ফরক্কায় রাস্তা পারাপার হওয়ার সময় হঠাৎ একটি লরি ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সবজি ব্যবসায়ীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ফরাক্কা থানার পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।