নশা সামগ্রী বাজেয়াপ্ত করার ক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷  অন্যান্য রাজ্যের পুলিশের তুলনায় ত্রিপুরা পুলিশ কোন অংশে কম নয়৷  রবিবার প্রজ্ঞাভবনে বিভিন্ন থানার ওসিদের সাথে বৈঠক করার পর এমনটা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷
রবিবার রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত ওসিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ রাজধানীর প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক৷ বৈঠকে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন আইন আইনের পথে চলবে৷ কোন অবস্থায় তার থেকে পিছু হাঁটলে চলবে না৷ অন্যান্য রাজ্যের পুলিশের তুলনায় ত্রিপুরা পুলিশ কোন অংশে কম নয়৷ ত্রিপুরা পুলিশের যথেষ্ট সুনাম রয়েছে৷ টিএসআর-এরও যথেষ্ট সুনাম রয়েছে৷ নেশা সামগ্রী বাজেয়াপ্ত করার ক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা৷ পুলিশের কিছু কিছু সমস্যা রয়েছে৷ সেই সকল সমস্যা গুলির সমাধান করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *