পল্লীমঙ্গল সুকেল বিশ্ব শান্তি যজ্ঞ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷  রবিবার রাজধানীর খয়ারপুরস্থিত পল্লীমঙ্গল সুকলে অনুষ্ঠিত হয় বিশ্ব শান্তি কল্যাণ যজ্ঞ৷ পান্না ভাই সামাজিক সংস্থার উদ্যোগে এই বিশ্ব শান্তি কল্যাণ যজ্ঞের আয়োজন করা হয়৷ এইদিন বিশ্ব শান্তি কল্যাণ যজ্ঞে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, শান্তিকালি আশ্রমের চিত্ত মহারাজ সহ অন্যান্যরা৷ এলাকার ধর্মপ্রান মানুষ এইদিনের যজ্ঞে সামিল জন৷ পণ্ডিতদের মন্ত্র পাঠের মধ্যদিয়ে সাঙ্গ হয় বিশ্ব শান্তি কল্যাণ যজ্ঞ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *