নিজস্ব প্রতিনিধি, আগরতলা/চড়িলাম, ২০ নভেম্বর৷৷ বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে রাজনৈতিক হিংসার ঘটনা ক্রমেই বাড়ছে৷ রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তজনার পারদ চড়ছে৷ রবিবার বিশালগড়ে কংগ্রেসের পদযাত্রায় হামলা রুখে দিল পুলিশ৷ পুলিশ তৎপর না হলে পরিস্থিতি ভয়ানক হয়ে যেত৷ এদিকে, রাজধানী আগরতলা শহরের কাছে ক্যাম্পেরবাজারে সিপিএমের মিছিলে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ৷ হামলায় দুজন আহত হয়েছেন৷ ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাইক৷
সংবাদে প্রকাশ, পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী রবিবার বিকাল চারটা নাগাদ ক্যাম্পের বাজারে সিপিএম কর্মী সমর্থকরা সমবেত হতে থাকে ছাটা তথা মিছিল সংগঠিত করার জন্য৷ আচমকা মুখে মাস্ক লাগানো এবং মাথায় হেলমেট পরা বাইক বাহিনী আচমকা সেখানে উপস্থিত হয় লাঠি সোটা নিয়ে৷ ভাঙচুর চালানো হয় বাইকে৷ মারধরে গুরুতর আহত হয়েছে দুজন৷ মুহুর্তের মধ্যেই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ খবর পেয়ে ছুটে যায় পুলিশ৷ পুলিশে আসার সাথে সাথেই সেখান থেকে পালিয়ে যায় বাইক বাহিনী৷ পরে আহতদের উদ্ধার করা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে৷ স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ বিজেপি আশ্রিত দুসৃকতিরা এই হামলার সাথে জড়িত৷
এদিকে, ত্রিপুরা রাজ্যেব্যাপী জাতীয় কংগ্রেসের ভারত জোড়ো ত্রিপুরা বাঁচাও কর্মসূচি শুরু হয়েছে৷এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার সকাল ১০ টায় ছেচড়ীমাই সুকলের মূল ফটকের সামনে থেকে কংগ্রেসের ভারত জোড়ো ত্রিপুরা বাঁচাও কর্মসূচির এক বিশাল রেলি বের করা হয়৷ রেলিটি বিভিন্ন এলাকা ঘুরে যখন দক্ষিণ চড়িলাম এলাকায় পৌঁছায় তখন রাস্তার মাঝখানে কিছু দুষৃকতিকারীরা রাস্তায় গাছ ফেলে তাদের এই রেলিকে বানচাল করতে পথ আটকে দেওয়ার চেষ্টা করে কিন্তু কংগ্রেস কর্মীরা সেই বাঁধাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যায়৷
কিন্তু রেলিটি কিছু দূর যাওয়ার পর যখন ব্রজপুর বাজারে পৌঁছায় তখন কিছু লোক সেখানে স্বচ্ছ ভারত অভিযানের নাম করে রাস্তায় প্রচন্ডভাবে ধুলা উড়িয়ে কংগ্রেসের এই রেলি আটকে দেওয়ার চেষ্টা করে বলে ব্লক কংগ্রেস সভাপতি অভিযোগ করেন৷ শুধু বাধা দেওয়া নয় কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ করার চেষ্টা করে বলেও তিনি অভিযোগ করেন৷
যদিও পুলিশ ও আধা সামরিক বাহিনীর মোতায়েন থাকায় সেখানে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ব্লক কংগ্রেস সভাপতি সরাসরি শাসকদলের কর্মীদের নিশানা করে বলেন এ রকম বাধা সৃষ্টি করে কংগ্রেসের ভারত জোড়ো ত্রিপুরা বাঁচাও আন্দোলন কে স্তব্দ করতে পারবে না৷ অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে বলা হয় কংগ্রেসের ভারত জোড়ো কর্মসূচির রেলিতে তেমন বেশি সংখ্যক সমর্থক ছিল না তাই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় কংগ্রেস শাসক দল বিজেপির বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ করছে৷
2022-11-20