হাফলং (অসম), ২০ নভেম্বর (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে বিজেপির গ্রাম সম্পর্ক অভিযানের সূচনা হল রবিবার। হারাঙ্গাজাও থেকে বিজেপির গ্রাম সম্পর্ক অভিযানের সূচনা করলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনর্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।
ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে সমগ্র দেশ জুড়ে আজাদি কা অমৃত মহোৎসব পালন করা হচ্ছে। এই আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে বিজেপি গ্রাম সম্পর্ক অভিযান শুরু করেছে। রবিবার ডিমা হাসাও জেলার হারাঙ্গাওজাওয়ে গ্রাম সম্পর্ক অভিযানের সূচনা করার পাশাপাশি একটি রথযাত্রার ফ্ল্যাগ অফ করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।
গ্রাম সম্পর্ক অভিযানের অঙ্গ হিসেবে এই রথ হারাঙ্গাজাও থেকে শুরু করে জেলার সমগ্র শহর ঘুরে লাংটিং গিয়ে শেষ হবে।