ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর।। বার্ষিক পুরস্কার বিতরণ ১১ ডিসেম্বর। রাজ্য দাবা সংস্থার। সংস্থা আয়োজিত মরশুমে বিভিন্ন প্রতিযোগতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে ওই দিন। ওইদিনই হবে রাজ্য প্রাইজমানি ব্লিটজ দাবা প্রতিযোগিতা। ১দ রাউন্ডের হবে খেলা। ওই দিন সকাল ৯ টায় শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। আসর শেষে বিকেল ৩ টায় শুরু হবে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবছর মোট ১০ টি বিভাগে হয়েছিলো রাজ্য আসর। ওই ১০ টি বিভাগ থেকে ৯৯ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে দাবাড়ুদের পাশাপাশি অভিভাবকদের বার্ষিক পুরস্কার বিতরণী উপস্থিত থাকার জন্য উদ্যোক্তা কমিটির সচিব অভিজিৎ ঘোষ অনুরোধ করেছেন।
2022-11-19

