স্কুল ভলিবলে চ্যাম্পিয়ন মনফোর্ট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর।। চ্যাম্পিয়ন হলো মনফোর্ট ‘‌এ’ দল। জয় অ্যালেক্স স্মৃতি স্কুল ভলিবল প্রতিযোগিতায়। চম্পকনগন মনফোর্ট স্কুলের উদ্যোগে হয় আসর। তাতে অংশ নিয়েছিলো ১৪ টি দল। ফাইনালে মনফোর্ট ‘‌এ’ দল ২-‌১ সেটে (‌২৫-‌১৩,১৬-‌২৫,১৫-‌১০)‌‌‌ পরাজিত করে মনফোর্ট ‘‌বি’ দলকে। রাজ্য স্তরের রেফারি সঞ্জয় সাহা, অমরজিৎ দেববর্মা এবং উত্তম মালাকার-‌রা অত্যন্ত দক্ষতার সঙ্গে খেলা পরিচালনা করেন। আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। আগামীদিনেও যাতে এমন আসর আরও পরিচালনা করা হয় এর দাবি রাখে খেলোয়াড়রা।‌