ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর।। প্রস্তুতি ম্যাচে এনএসআরসিসি জয়ী হয়েছে। হারিয়েছে উদয়পুরের কেবিআই কোচিং সেন্টারকে। ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে বোধজংনগরস্থিত নীপকো মাঠে আজ, শনিবার উদয়পুর কেবিআই সিসি বনাম এন এস আর সি সি-র মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টস জিতে কেবিআই কোচিং সেন্টার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত ৪০ ওভারে কেবিআই ৯ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে আফতাব চৌধুরীর ৬৯ রান এবং শানিক সাহার ৪০ রান উল্লেখযোগ্য। এছাড়া, শুভমের ২৫, ইরফানের কুড়ি রানও উল্লেখ করার মতো। এনএসআরসিসি-র সাগ্নিক, স্নেহাংশু, নিশান্ত উদিত প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে এনএসআরসিসি ৩২ ওভার ৪ বল খেলে পাঁচ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে শঙ্খনীল ও মাহিন এর ওপেনিং জুটির অনবদ্য ব্যাটিং দলকে জয়ের অনেকটা কাছে এনে দেয়। শঙ্খনীল ৮২ বলে ১৭ টি বাউন্ডারিও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৯০ রান পায়। মাহিন ৪৯ টি বল খেলে সাতটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি মেরে ৫৩ রান সংগ্রহ করে। ষষ্ঠ উইকেটের জুটিতে বিশ্বজিৎ ও গৌরব দলকে জয় এনে দেয়। উদয়পুর কেবিআই এর শ্রীমান তিনটি এবং সুপ্রতিম দুটি উইকেট পেয়েছে।
2022-11-19

