গোপেশ্বর, ১৯ নভেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের চামোলি জেলায় গাড়ি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২-তে পৌঁছেছে। শনিবার সকাল পর্যন্ত মৃত ১২ জনের মধ্যে ৭ জনেরই দেহ উদ্ধার করা হয়েছে। বাকি দেহগুলি উদ্ধারের চেষ্টা চলছে। শুক্রবার বিকেল চারটে নাগাদ চামোলি জেলার দুমাক রোডে পাল্লা জাখোল গ্রামের কাছে একটি সুমো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।
যোশীমঠের উর্গাম এলাকার এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১২ জনের, মৃত ১২ জনের মধ্যে দু’জন মহিলা। যোশীমঠ থেকে পাল্লা জাখোল গ্রামের দিকে যাচ্ছিলেন যাত্রীরা। ওই গাড়িতে ১২-১৩ জন (বেসরকারি সূত্রে ১৭) ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় ১২ জনেরই মৃত্যু হয়েছে। ৭ জনের দেহ উদ্ধার হলেও, বাকি দেহগুলি উদ্ধারের চেষ্টা চলছে।

