নাইন বুলেটস: ৫ (রংবোলা, হেমন্ত-৩, জীৎ)
কল্যাণ সমিতি: ২ (ভিকেরো, জয় কিষান)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর।। শেষ ম্যাচে প্রথম জয়ের সাধ পেয়েছে নাইন বুলেটস ক্লাব। হারিয়েছে কল্যাণ সমিতিকে। তাও ৫-২ গোলের ব্যবধানে। নিয়ম রক্ষার ম্যাচ ছিল। অবনমনের চিন্তা নেই, সাফল্যেরও আকাঙ্ক্ষা নেই। টিএফএ-র ঘরোয়া বি-ডিভিশন লীগ ফুটবলের অন্তিম ম্যাচ। চ্যাম্পিয়ন, রানার্সের হিসেব-নিকেশের পাশাপাশি অবনমিত দলও ইতিমধ্যে বাছাইকৃত। ফুটবল প্রেমীদের আনন্দ দিতেই উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ, শনিবার উপভোগ্যকর ম্যাচ হয়েছে। বিজয়ী দলের পক্ষে হেমন্ত জমাতিয়ার হ্যাটট্রিক বেশ উল্লেখযোগ্য। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ৩-১ গোলে এগিয়ে ছিল। তবে মজার বিষয়, খেলার ঠিক তিন মিনিটের মাথায় প্রথম গোলটি আসে কল্যাণ সমিতির ভিকেরো তুইনয়-এর পা থেকে। তবে খেলার ১৫ মিনিটের মাথায় রংবোলা ডার্লং গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পরে ২৪ ও ৩২ মিনিটের মাথায় হেমন্ত জমাতিয়া পর পর দুটো গোল করে নাইন বুলেটসকে ৩-১ এ এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের কল্যাণ সমিতির আক্রমণ। খেলার ৬১ মিনিটের মাথায় জয় কিষান দেববর্মার গোলে কল্যাণ সমিতি ব্যবধান কমিয়ে আনলেও পরবর্তী মিনিটেই হেমন্ত আরও একটি গোল করে একদিকে যেমন ব্যবধান বাড়ায়। অপরদিকে নিজের হ্যাটট্রিকও সেরে নেয়। খেলার শেষ দিকে ৮২ মিনিটের মাথায় বুলেটসের জীৎ বাহাদুর থাপা আরও একটি গোল করলে চূড়ান্ত ব্যবধান ৫-২ হয়। লীগের শেষ ম্যাচেও খেলায় অসদাচরনের দায়ে রেফারি কল্যাণ সমিতির রজনীকান্তকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন জাতীয় রেফারি তাপস দেবনাথ, আদিত্য দেববর্মা, সুকান্ত দত্ত ও হরি শর্মা। বলা বাহুল্য, আজ, শনিবার কল্যাণ সমিতি ও নাইন বুলেটস-এর ম্যাচ দিয়ে এবারকার ঘরোয়া বি-ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে।
*বি-ডিভিশন লিগ : পয়েন্ট তালিকা*
দল ম্যা: জ: ড্র: প: গোল প:
ত্রিবেণী ৭ ৫ ২ ০ ২৫-৭ ১৭
স্পো: স্কুল ৭ ৪ ৩ ০ ১২-৬ ১৫
মৌচাক ৭ ৪ ১ ২ ১২-৯ ১৩
পুলিশ ৭ ৩ ৩ ১ ১৫-১০ ১২
নবোদয় ৭ ৩ ১ ৩ ১৫-১৪ ১০
নাইন বু: ৭ ২ ০ ৫ ১২-১৬ ৬
কল্যাণ স: ৭ ২ ২ ৩ ৭-১৪ ৫
সবুজ ৭ ০ ০ ৭ ১-২৩ ০

