বিজেপির কোপারেটিভ সেল সেবা সপ্তাহ পালন করবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কো অপারেটিভ সেল সিদ্ধান্ত নিয়েছে অখিল ভারত সমবায় সপ্তাহকে সেবা সপ্তাহ হিসাবে পালন করার৷ তারই অঙ্গ হিসাবে শনিবার দুর্গাবাড়ি স্থিত অঙ্গনওয়ারী কেন্দ্রের শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়৷ গত ১৪ নভেম্বর থেকে শুরু হয়েছে ৬৯ তম অখিল ভারত সমবায় সপ্তাহ৷ সারা দেশের সঙ্গে রাজ্যেও সমবায় দপ্তরের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই সপ্তাহ উদযাপন করা হচ্ছে৷ তারই অঙ্গ হিসাবে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কো অপারেটিভ সেল সিদ্ধান্ত নিয়েছে অখিল ভারত সমবায় সপ্তাহকে সেবা সপ্তাহ হিসাবে পালন করার৷ জেলা ও মণ্ডল সেলগুলির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে৷ শনিবার দুর্গাবাড়ি টি এস্টেট কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের সহায়তায় একটি অঙ্গনওয়ারী কেন্দ্রের শিশুদের জন্য পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমবায়কে গুরুত্ব দিয়েছেন৷ দেশকে আত্ম নির্ভর করার ক্ষেত্রে সমবায় একটা বড় ভূমিকা নেবে৷ সমবায় গুলিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে দপ্তর কাজ করছে৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআরটিসির চেয়ারম্যান অভিজিৎ দেব, গোমতী মিল্ক উনিয়নের চেয়ারম্যান সমীর দাস, দুর্গাবাড়ি টি এস্টেট কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের মুখ্য উপদেষ্টা গোপাল চক্রবর্তী সহ অন্যান্যরা৷