৭২-তম দিনে বালাপুর থেকে শুরু ভারত জোড়ো যাত্রা, রাহুলের সঙ্গে হাঁটলেন গান্ধীজির প্রপৌত্র তুষার

আকোলা (মহারাষ্ট্র), ১৮ নভেম্বর (হি.স.): দেখতে দেখতে ৭২-তম দিনে পড়ল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। ৭২-তম দিনে শুক্রবার সকালে মহারাষ্ট্রের বালাপুর থেকে শুরু হয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। এদিনও হাঁটতে হাঁটতেই স্থানীয় মানুষজন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন রাহুল গান্ধী।

শুক্রবার সকালে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রায় হাঁটতে থাকেন অসংখ্য কংগ্রেস নেতা ও কর্মীরা। মহাত্মা গান্ধীর প্রপৌত্র এবং বিশিষ্ট লেখক তুষার গান্ধী এদিন রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়া যাত্রায় যোগ দিয়েছেন। হাঁটতে হাঁটতে রাস্তার ধারে ভিড়ের দিকে হাত নাড়তে থাকেন রাহুল গান্ধী, স্থানীয়দের দুঃখ ও কষ্টের কথা শোনেন তিনি। গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল এই পদযাত্রা, শুক্রবার তা ৭২ তম দিনে পড়ল।