গুজরাটে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই জিতবে বিজেপি, জানালেন আত্মবিশ্বাসী হার্দিক প্যাটেল

আহমেদাবাদ, ১৮ নভেম্বর (হি.স.): গুজরাটে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই জিতবে ভারতীয় জনতা পার্টি। আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন ভিরামগাম আসনের বিজেপি প্রার্থী হার্দিক প্যাটেল। শুক্রবার হার্দিক বলেছেন, আমরা জয় নিশ্চিত করব। সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়েই ক্ষমতায় আসছে দল, নিজেদের অবদান রাখব আমরা। হার্দিক আরও বলেছেন, আম আদমি পার্টি হোক অথবা কংগ্রেস, গুজরাটের সংস্কৃতি ও গর্বের পরিপন্থী তাঁরা।

হার্দিক এদিন আরও বলেছেন, গুজরাটের জনগণ কখনও কংগ্রেসের কথা শুনবেন না। আমিও একটা সময় কংগ্রেসে ছিলাম। আমি সবটাই জানি। যে কংগ্রেস সারাক্ষণ গুজরাটিদের অপমান করেছে এবং রাজ্যের গৌরবকে প্রশ্নবিদ্ধ করেছে তা গুজরাটের জনগণ কখনই মেনে নেবে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *