দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক শনিবার, গ্রাহক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি. স.) : চুক্তি লঙ্ঘন, ইউনিয়নের অধিকারে হস্তক্ষেপ সহ একাধিক অভিযোগে শনিবার (১৯ নভেম্বর) ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। তাদের দাবি, অন্যান্য ইউনিয়নগুলিও এই ধর্মঘটকে সমর্থন করছে।

দেশজুড়ে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলিতে এই ধর্মঘটের জেরে গ্রাহক পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। সমস্যা হতে পারে এটিএমে-ও। ধর্মঘটের জেরে ব্যাঙ্কে টাকা জমা দেওয়া, টাকা তোলা থেকে শুরু করে চেক ভাঙানোর মত গ্রাহকদের একান্ত প্রয়োজনীয় একাধিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে।

জানা যাচ্ছে, বেশ কয়েকটি ব্যাঙ্ক ইতিমধ্যে ধর্মঘটের যোগদানের কথা জানিয়ে রেখেছে তাঁদের গ্রাহকদের। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সচিব সিএইচ ভেঙ্কটাচালাম বলেছেন, ব্যাঙ্কের একাধিক কাজে যেভাবে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজে নিয়োগ করা হচ্ছে, তাতে আখেরে গ্রাহকদের অর্থসুরক্ষা ঘিরেই তৈরি হচ্ছে সংশয়। ব্যাঙ্কের নিচুস্তরের কর্মী নিয়োগের ক্ষেত্রে আউটসোর্সিংয়ের বাড়তি ব্যবহারের জেরে ‘ইনডাসট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট’ লঙ্ঘিত হচ্ছে।